ভালো নেই শাবনূর
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ৯০ দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে। তবে কয়েক বছর হলো চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। জানা গেছে, অস্ট্রেলিয়াতে বসবাসকারী এই বাংলাদেশী অভিনেত্রী শারীরিকভাবে ভালো নেই। শুক্রবার রাতে শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন এবং তিনি ভালো নেই। দীর্ঘদিন তিনি শারীরিকভাবে অসুস্থ, থাইরয়েড রোগে ভুগছেন। শাহজাহান চৌধুরী আরও জানান, মাঝে মাঝে হঠাৎ করেই সারা শরীর কেঁপে ওঠে শাবনূরের। পুরো একবছর তাকে নিয়মিত ওষুধ খেতে হবে। থাইরয়েড রোগটির বিভিন্ন লেভেল রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে মোটা হয়, আবার অনেকে শুকিয়ে যায়। শাবনূরের শরীর অসুস্থতার জন্য দিনদিন শুকিয়ে যাচ্ছে। সব মিলিয়ে তিনি ভালো নেই।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর আগামী ঈদে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তার বাবা শাহজাহান চৌধুরী। দীর্ঘ ১১ মাস পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন শাবনূর। এরপর মার্চেই আবার অস্ট্রেলিয়ায় চলে যান। ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সাথে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। নাম আইজান নিহান।