ভুক্তভোগী নারীদের সহায়তায় ই-মেইল চালু করল ক্রাফ
এম. মিজানুর রহমান সোহেল – নারী দিবস উপলক্ষে বুধবার ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ) নারীদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানি, ইভটিজিং এবং ব্ল্যাকমেইলিংকে প্রতিহত করতে ‘শীটিম’ নামে একটি ইমেইল আইডি (sheteam@crafbd.com) চালু করেছে। দেশে নারীদের একটা বড় অংশ ঘরে-বাইরে বিভিন্ন ক্ষেত্রে হয়রানি, ইভটিজিং এবং ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছে। ক্রাফ সদস্য এসব ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ সহযোগিতা করছে। এরই ধারাবাহিকতায় নারী ভুক্তভোগীদের সব ধরনের কাউন্সেলিং এবং আইনি পরামর্শ প্রদানের লক্ষ্যে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন ‘শীটিম’ ইমেইল সুবিধা চালু করেছে।