ভুক্তভোগী নারীদের সহায়তায় ই-মেইল চালু করল ক্রাফ

এম. মিজানুর রহমান সোহেল –  নারী দিবস উপলক্ষে বুধবার ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ) নারীদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানি, ইভটিজিং এবং ব্ল্যাকমেইলিংকে প্রতিহত করতে ‘শীটিম’ নামে একটি ইমেইল আইডি (sheteam@crafbd.com) চালু করেছে।  দেশে নারীদের একটা বড় অংশ ঘরে-বাইরে বিভিন্ন ক্ষেত্রে হয়রানি, ইভটিজিং এবং ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছে। ক্রাফ সদস্য এসব ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ সহযোগিতা করছে। এরই ধারাবাহিকতায় নারী ভুক্তভোগীদের সব ধরনের কাউন্সেলিং এবং আইনি পরামর্শ প্রদানের লক্ষ্যে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন ‘শীটিম’ ইমেইল সুবিধা চালু করেছে।

এ ব্যাপারে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, এখানে ভুক্তভোগীরা ইমেইলের মাধ্যমে তাদের অভিযোগ প্রমাণসহ এই মেইলে জানাতে পারবেন। ক্রাফ সদস্য যতটা দ্রুত সম্ভব ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবে।  বিশেষ ক্ষেত্রসমূহে অভিযোগকারী অথবা ভুক্তভোগীর পরিচয় গোপন করা হবে। ক্রাফের আইনজীবী প্যানেল বিনামূল্যে সব ধরনের আইনি পরামর্শ প্রদান করবে এবং পুলিশের কাছে জিডি বা কেস ফাইল করার ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করবেন যেভাবে

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করবেন যেভাবে

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ: বিটিআরসি চেয়ারম্যান

দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ: বিটিআরসি চেয়ারম্যান