ভূমধ্যসাগরে নৌকাডুবিঃ সিলেটের দালাল এনামসহ ৩ জন আটক
সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত সন্দেহে পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ মে) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে সিলেটের রাজা ম্যানশনের নিউ ইয়াহিয়া ওভারসিজের এনামুল হকও রয়েছেন। অপর দুজনের নাম মো. আব্দুর রাজ্জাক ভূইয়া (৩৪) এবং মো. আক্কাস মাতুব্বর (৩৯)। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা ১১টায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
প্রসঙ্গত, ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বাংলাদেশি।এবং অধিকাংশ সিলেটের। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।