রফিকুল ইসলাম কামাল :: সিলেট জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি আর থাকছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভেঙ্গে দেয়া হচ্ছে এই কমিটি। নতুন কমিটি গঠনের আগে হচ্ছে আহবায়ক কমিটি। এছাড়া পরবর্তী করণীয় নির্ধারণে ডাকা হয়েছে জরুরি বৈঠকও। বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বিএনপির এই নেতা বলেন, ‘খুব শিগগিরই সিলেট জেলা বিএনপির বর্তমান কমিটি ভেঙ্গে দেয়া হবে। এরপর গঠন করা হবে আহবায়ক কমিটি। আহবায়ক কমিটি খুব সম্ভবত তিন মাস সময় পাবে সম্মেলন আয়োজনের জন্য। গঠনতন্ত্র অনুসারে সম্মেলনের মাধ্যমেই নতুন কমিটি গঠন করা হবে।’ সিলেট জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি। সেদিন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি, আলী আহমদ সাধারণ সম্পাদক ও এমরান আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। প্রায় ১৪ মাস পর, ২০১৭ সালের ২৬ এপ্রিল গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি। কমিটি গঠনে লঙ্ঘন করা হয় গঠনতন্ত্র। ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি হওয়ার নিয়ম থাকলেও করা হয় ২৮১ সদস্যের।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিন থেকে শুরু হয় কমিটির মেয়াদ। গেল ২৬ এপ্রিল দুই বছরের এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৃণমূল বিএনপিকে সক্রিয় ও সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে থাকা বিএনপির এই নেতা ফোনে যোগাযোগ রাখছেন দলের শীর্ষ নেতাদের সাথে। তৃণমূলের নেতাদের সাথেও কথা বলছেন তিনি। গেল ৮ এপ্রিল সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে ঢাকায় বৈঠকে মিলিত হন তারেক রহমান। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়েছিলেন তিনি। ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে সোচ্চার হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দলকে সংগঠিত ও সক্রিয় করা এবং সকল মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন তারেক। সিলেটে কিভাবে বিএনপিকে গতিশীল করা যাবে, কোন প্রক্রিয়ায় সকল ইউনিটের কমিটি গঠন করা হবে এসব উল্লেখ করে একটি কর্মপরিকল্পনা দেয়ারও নির্দেশ দেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, তারেকের নির্দেশের পরই কার্যনির্বাহী পরিষদের বৈঠক ডাকে জেলা বিএনপি। গেল ৫ মে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সিলেট জেলা বিএনপি সংগঠনকে গতিশীল করার প্রক্রিয়া শুরু করবে ওয়ার্ড পর্যায় থেকে। ওয়ার্ড কমিটির পর হবে ইউনিয়ন কমিটি, এরপর উপজেলা ও পৌরসভা ইউনিটের কমিটি শেষে হবে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। তবে এবার তারেকের নির্দেশনা মেনে কমিটির সদস্য সংখ্যা হবে গঠনতন্ত্র অনুসারেই। এদিকে, সিলেট জেলা বিএনপির কর্মপরিকল্পনার একটি রূপরেখা গত ১৫ মে তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে বলে সিলেটভিউকে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি জানিয়েছেন, পরবর্তী করণীয় নির্ধারণে আগামীকাল সোমবার জেলা বিএনপির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দলের কেন্দ্রীয ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন যোগ দিয়ে নির্দেশনা দেবেন। বৈঠকে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn