সু,বার্তা অনলাইন:-কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধুকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় যাত্রীবাহী ট্রেনটির পিছনের কয়কটা বগি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ করছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশন মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।বিকেল সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn