ভোলার ভেদুরিয়ায় দেশের ২৭তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। মন্ত্রিপরিষদের মাধ্যমে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সন্ধান পাওয়া ক্ষেত্রটিতে ৬শ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। এছাড়া ভোলায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী জানান, সম্ভাব্যতা যাচাই শেষে এখানকার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সঞ্চালনের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে এই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে শিল্পখাতের উন্নয়নেও ভূমিকা রাখবে এই ক্ষেত্রটি। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn