ভয়াবহ সমকামিতা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের কারাগারগুলোতে
বাংলাদেশের ৬৪ জেলার কারাগারগুলোতে পুরুষ বন্দিদের মধ্যে সমকামিতা (পায়ুকামিতা) মহামারি আকার ধারণ করেছে। ২৯ অক্টোবর রোববার ডেইলি নিউ এইজে Sodomy poses health risks in jail শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, ২০১৬ সালের বিভিন্ন কারাগারে ৩০৯টি অভিযোগ এসেছে জেল কর্তৃপক্ষের কাছে, যেখানে অভিযোগকারীরা বলেছেন, তারা অন্য কোনো বন্দির দ্বারা পায়ুকামিতায় বাধ্য হয়েছেন। পাশাপাশি অন্যান্য অপরাধের হারও বেড়ে গেছে, যা রীতি মতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ তে বিভিন্ন ধরনের অপরাধের মোট ১০ হাজার ৪২৯টি অভিযোগ জমা হয়। এর মধ্যে রয়েছে মাদক সেবন, মারধর, পায়ুকামিতা ইত্যাদি। একজন সিনিয়র জেল কর্মকর্তা বলেছেন, পায়ুকামিতার ৮০ ভাগ ঘটনারই কোনো অভিযোগ করা হয় না। কারণ দীর্ঘ দিন ধরে জেলে থাকার কারণে অনেকেই পারস্পরিক সম্মতির মাধ্যমে এতে জড়িত হয়। শুধু কেউ দেখে ফেললে বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগলেই কেবল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে পায়ুকামিতার শিকাররা। জেলে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা একজন চিকিৎসকও বলেছেন, তার অভিজ্ঞতা ভয়াবহ। এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলেছে কারাগারগুলোতে।