অফ স্পিনার মঈন আলীর ঐতিহাসিক হ্যাটট্রিকে ওভালের শততম টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২৩৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ২-১ ব্যবধানে। ম্যাচ জয়ের জন্য চতুর্থ দিন শেষে ৪৯২ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১১৭ রান করে প্রোটিয়ারা। পঞ্চম দিন লড়াই করার লক্ষ্যে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওপেনার ডিন এলগার ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ইনিংসের শেষ দিকে অফ স্পিনার মঈন আলীর হ্যাটট্রিকে ২৫২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ৪৩তম হ্যাটট্রিক। ১৯৩৮ সালের পর প্রথম ইংলিশ অফ স্পিনার হিসেবে হ্যাটট্রিক করলেন মঈন। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জোহানেসবার্গে পরপর তিন বলে উইকেট নিয়েছিলেন টম গডার্ড। আগামী শুক্রবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn