মওদুদকে খালেদা জিয়া’র সান্ত্বনা
গুলশান-২ এ এক একর ১৩ কাঠার ওপর করা যে বাড়িতে মওদুদ থাকতেন সেটি তিনি অবৈধভাবে দখল করেছেন বলে উচ্চ আদালত রায় দিয়েছে। ৪ জুন এই রায় প্রকাশের তিন দিনের মাথায় রাজউক বাড়িটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং মওদুদ ওই বাড়ির পাশেই নিজের মালিকানাধীন একটি ফ্ল্যাটে উঠেছেন। মওদুদের আগের বাড়ির সামনে খুব বেশি সময় অপেক্ষা করেননি। দলের স্থায়ী কমিটির সদস্যকে শান্তনা দিয়ে ১০ মিনিটের মধ্যেই তিনি গুলশান-২ এলাকায় তার বাড়িতে ফিরে যান।
খালেদা জিয়ার সঙ্গে এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মাহবুব হোসেন, রুহুল কবির রিজভী,শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। বিএনপি নেতারাও সরকারের এই আচারণের নিন্দা জানান। এসময় মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি এই অন্যায়ের বিচারের ভার দেশের জনগণের উপর ছেড়ে দিলাম। আইন অনুযায়ী আমাকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেয়া উচিত ছিল। ন্যায়সঙ্গতভাবে সবকিছু করা হতো। কিন্তু বিনা নোটিশে আজকে আমাকে দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। যা সম্পূর্ণ বেআইনি।’ এর আগে খালেদা জিয়া ইফতারে দেয়া বক্তব্যে বলেন, ‘মওদুদ আহমদ ৩০ বছর বাড়িতে আছেন, আজকে তাকে রাস্তায় বের করেছে। আমিও যে বাড়ি ৪০ বছর বসবাস করেছি, সে বাড়ি থেকে আমাকেও এক কাপড়ে বের করছে। তারা যে বাড়ি ঘর দখল করছে তা জনগণ দেখেছে। এদেরকেও (আওয়ামী লীগ) জনগণ এক কাপড়ে বিদায় করে দেবে। এরাও ভালোভাবে থাকতে পারবে না।’-ঢাকাটাইমস