জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমরা জ্বালানি নিয়ে চিন্তা করছি। সব জায়গায় কৃচ্ছসাধন করতে হবে। যেমন মন্ত্রীদেরও প্রধানমন্ত্রী বলেছেন যে গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন। গণপরিবহন ভাড়া বাড়ছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে মন্ত্রী বা এমপিদের চেয়ে বিভিন্ন দপ্তরের কম গুরুত্বপুর্ণ কর্মকর্তাদের গাড়ি সরকারি পরিবহন পুলে নিয়ে নেন। বিভিন্ন মন্ত্রণালয়ের অনেকগুলো দপ্তর। আবার প্রকল্প ছাড়া দপ্তরগুলোর যেন কোন কাজ নেই। আপনার উন্নয়ন চিন্তা কোথায় বাধা গ্রস্থ হচ্ছে এবং কারা স্বার্থ হাসিল করছে একটু নজর দিন। একেকটি প্রকল্পে কতগুলো কর্মকর্তা এবং তাদের গাড়ি তা বিবেচনায় নিন।

মন্ত্রী সচিব তো অনেক বড় বিষয়! সচিবালয়ে গিয়ে দেখুন ছোটখাটো আমলা আর কর্মকর্তা-কর্মচারীরা কিভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন । প্রতিটি শপিংমল আর শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্য করুন কতগুলো সরকারি গাড়ি আসে তাদের সন্তান আর স্ত্রী পরিবার পরিজন নিয়ে। অনেকেই আবার বিনা সুদে সরকারি ঋণ নিয়ে গাড়ি কিনে সাথে চালকের ভাতা তুলে গাড়ির মালিক হয়েছেন কিন্তু সেই গাড়ি দাপ্তরিক কাজে দেখাই যায়না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn