কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক যুবনেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ঘোষণা করেছেন। যে মমতার মাথা কেটে আনতে পারবে তাকেই ১১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেন ওই যুবনেতা। এদিকে এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশটির সংসদ। এ প্রসঙ্গে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি। মঙ্গলবার হনুমানজয়ন্তীর মিছিল ঘিরে বীরভূমের সিউড়িতে পুলিশ ও আরএসএস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। লাঠিচার্জ করে পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মমতার মুণ্ডচ্ছেদের উস্কানি দেন আলিগড়ের যুব বিজেপি নেতা যোগেশ ভার্সনে।

সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে যোগেশকে বলতে শোনা যায়, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মাথা কেটে আনতে পারলে আমি নিজে সেই ব্যক্তিকে ১১ লাখ টাকা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও সরস্বতী পূজো করতে দেন না, রামনবমীতে মেলা করতে দেন না, আর হনুমানজয়ন্তীকে মানুষের উপর লাঠি চালাল মমতার পুলিশ, মারধর করা হল নৃশংসভাবে। উনি ইফতার পার্টির আয়োজন করেন আর সবসময় মুসলিমদেরই সঙ্গ দেন।’

উল্লেখ্য, রোববার বীর হনুমানজয়ন্তীর উদ্যোক্তাদের পুলিশ সতর্ক করেছিল, যাতে তারা মঙ্গলবার সিউড়িতে কোনো মিটিং-মিছিল না করে। কিন্তু তা সত্ত্বেও মিছিল বের হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ফতোয়ায় আজ বুধবার উত্তাল হয়ে উঠে কেন্দ্রীয় সংসদ। যোগেশ ভার্সনের মন্তব্যের জেরে তার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানায় তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি।

এদিন ভার্সনের মন্তব্যের কড়া নিন্দা করে রাজ্যসভায় সপা সাংসদ জয়া বচ্চন বলেন, ‘মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে কেন্দ্রে আর গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। আপনারা গরু সুরক্ষা করছেন অথচ মহিলাদের উপর পাশবিক অত্যাচার নিয়ে কিছু করছেন না।’ যদিও এদিন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন,পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়েক সরকার যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে, ভার্সনের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘যে বা যারা এই ধরণের উস্কানিমূলক মন্তব্য করেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিৎ।’ পাশাপাশি বসপা নেত্রী মায়াবতী বলেন, ‘ভর্সনে যা বলেছে তা মেনে নেওয়া যায় না। শুধু নিন্দা করলে হবে না, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।’

প্রসঙ্গত, বিজেপিও এই ঘটনার নিন্দা করেছে। তবে যোগেশের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn