দোয়ারা বাজার উপজেলায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া পুলিশ ও  জনপ্রতিনিধিসহ আহত হয়েছেন অন্তত ৩৫জন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার বাজিতপুর গ্রামে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধরা হলেন- বাজিতপুর গ্রামের শিরুল মিয়া, আনোয়ার মিয়া, জিয়াউর রহমান, বদরুল মিয়া, গিয়াস উদ্দিন ও সুনুর আলী। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই ছাইদুর রহমান, এএসআই শিবলু, কনস্টেবল আছকির মিয়া, সুমন ও জয়ন্ত। দোয়রা বাজার ইউপি চেয়ারম্যান আব্দুল বারীও সংঘর্ষে আহত হয়েছেন। অন্যান্য গুরুত্বর আহতদের দোয়ারাবাজার, সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয়রা জানায়, দোয়ারা বাজার উপজেলার বাজিতপুর গ্রামের মসজিদের পাশে ডোবায় মাছ ধরা নিয়ে আব্দুর রউফ ও আরাফাত গংয়ের মধ্যে সকালে শ্যামল বাজারে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে বিকালে দুই পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৫২ রাউন্ড ফাঁকা গুলি, শর্টগানের কার্তুজ ও ১১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। দোয়ারবাজার থানার ওসি এনামুল হক সংর্ঘষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ের রয়েছে। তিনি আরো জানান, রাতে অভিযান চালিয়ে মতিন মিয়াসহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn