শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি খুবই আন্তরিক। মাদ্রাসার শিক্ষার্থীরাও আজ কোন দিকে পিছিয়ে নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে।  শুক্রবার সকাল সাড়ে ৯টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমএ ছালিকের সভাপতিত্বে ও মাদ্রসা ছাত্র তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, প্রিন্সিপাল মিছবা উদ্দিন টিপু, শিক্ষক হাফিজ আব্দুল কাইয়ূম।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, জেলা শিক্ষা প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn