মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখান আ’লীগের
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন প্রত্যাখান করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার (০৫ মার্চ) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রতিবেদন প্রত্যাখানের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন আমরা প্রত্যাখান করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রেকে বলবো নিজেদের রাষ্ট্রের মানবাধিকারের উপর সবিনয়ে নজর দেন।’ হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেলে মানবাধিকার পরিস্থিতি অনেকাংশে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। তাদের দেশে প্রতিবছর পুলিশের গুলিতে ১১’শ লোক মারা যায়। যার অধিকাংশ সংখ্যালঘু। এ কারণে যুক্তরাষ্ট্রে কালো মানুষের জীবনও মূল্যবান এ শিরোনামে আন্দোলন গড়ে উঠেছে।’ জঙ্গি দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বলে উল্লেখ করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘তাদের দেশে পুলিশের গুলিতে অনেক মানুষ মারা যাচ্ছে। আর বাংলাদেশে পুলিশের গুগিতে তখনি কেউ মারা যায়, যখন সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা করে পাল্টা গুলি করে।’ ড. ইউনুসের ক্ষুদ্র নিয়ে নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেওয়া বক্তব্য তার নিজের মতামত বলেও দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা হয়তো কিছু দিন পর দেখবেন অর্থমন্ত্রী তার এ বক্তব্যের সঙ্গে নিজেই দ্বিমত প্রকাশ করছেন।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কেউ তার মতামত দিতে পারে। এটাই আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতন্ত্র।’
ড. ইউনুসের ক্ষুদ্রঋণকে ‘সম্মানের সাথে ভিক্ষা দান করা’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এটি চালু হয়েছে ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে বিদেশী বেনিয়াদের সহায়তায়। এ ক্ষুদ্রঋণ হচ্ছে আপনাকে ১০ টাকা ঋণ দিবে। বিনিময়ে ২০ টাকা আদায় করবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন ক্ষুদ্র অনুধান। ক্ষুদ্র অনুধান হচ্ছে দেশের মানুষ ১০ টাকা জমাবে আর সঙ্গে সরকার তাকে আরও ১০ টাকা দিবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।