দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রসিং। প্রায় দিনই সেই ক্রসিং পেরোতে হয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। সেই পথেই শ্যুটিংয়ের কাজে যান তিনি। তাঁর বাড়ি বেহালা চৌরাস্তা অঞ্চলে।  প্রায় প্রত্যেক সময়েই তাঁর নজর আটকে যায় কখনও রাস্তার ধারে, কখনও বা ট্রাফিক পুলিশের কিয়স্কের কাছে বসে থাকা এক মহিলার দিকে। অবিন্যস্ত, মানসিক ভারসাম্যহীন ও গৃহহীন ওই মহিলা ওখানে রয়েছেন গত প্রায় দু’ বছর ধরে। জানা গিয়েছে, তাঁর নাম ববি সেন। অনেক দিন ধরেই নানা সংস্থার সঙ্গে কথা বলে ওই মহিলার কোনও একটা সংস্থানের জন্য চেষ্টা করছিলেন বলে জানান অপরাজিতা আঢ্য। কিন্তু কোথাও থেকেই কোনও রকম সাহায্য পাননি তিনি। অবশেষে, তাঁর পরিচিত প্রান্তিক চট্টোপাধ্যায়ের সাহায্যে অভিনেত্রী সন্ধান পান ‘অগ্নিশিখা’র।

সম্পূর্ণ মহিলা পরিচালিত ‘অগ্নিশিখা ফাউন্ডেশন’ কাজ করে ববি সেনের মতো এমনই গৃহহীন মহিলাদের সাহায্যে। বৃহস্পতিবার রাতেই ববিকে নিয়ে যাওয়া হয় ওই হোমে। অপরাজিতা আঢ্যর বক্তব্য অনুয়ায়ী, গতকাল রাতে, চারু মার্কেট থানাও এই কাজে তাঁকে খুব সাহায্য করে।

সুত্রঃ এবেলা

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn