মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে আতঙ্কে অভিবাসীরা
মালয়েশিয়ায় অভিবাসীদের বিরুদ্ধে চলমান সাড়াশি অভিযানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকরা। দেশটির ইমিগ্রেশন বিভাগের এ অভিযানে গত এক সপ্তাহে ৭শ বাংলাদেশি সহ আড়াই হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। ১ জুলাই মধ্য রাত থেকে রাজধানী কুয়ালালামপুর, চায়না টাউন, পেরাক, জোহর বারু, কোতা বারু, কেলান্তান, কেদাহ, আলোর সেতার, মালাকাসহ দেশটির প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালানো হয়। এসময় কাউকে সন্দেহ হলেই তাকে জেলে দিচ্ছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার সকালে রাজধানীর মেইড ভেলির শপিংমলের ফুডকোডে আড়াই ঘণ্টার অভিযানে ৮০ জন বাংলাদেশিসহ ১৩৫ জন অবৈধ শ্রমিককে আটক করেছে পুলিশ।বুধবার সকাল থেকে কুয়ালালামপুরের জালান ইপু, মোতিয়ারা কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়েছে। তবে কতজনকে আটক হয়েছে তা জানা যায়নি।এমন পরিস্থিতিতে প্রবাসীরা করণীয় জানতে দূতাবাসে ভীড় জমিয়েছেন। বুধবার সরেজমিনে দেখা গেছে , মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রচুর শ্রমিকের সমাগম। কেউ কেউ জানতে চাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি, আবার কেউ কেউ এসেছেন নতুন পাসপোর্র্ট করতে।
প্রসঙ্গত, মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের বৈধতা নিশ্চিতের জন্য ই-কাড নিবন্ধন করতে গত ৩০ জুন পর্যন্ত সময় দিয়েছিল সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ। নিবন্ধনের সময়সীমা পার হওয়াতে বিভিন্ন দেশের কয়েক লাখ অবৈধ শ্রমিকের মাঝে বিরাজ করছে আতংক। এরমধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেশি। এসংখ্যা তিন লাখের বেশি বলে ধারণা করা হয়।