বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কলকাতার এ প্রজন্মের চিত্রনায়ক বনি সেনগুপ্ত অভিনীত নতুন ছবি ‘মনে রেখো’র শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৯মার্চ) শুটিং স্পটে ভাংচুর করে শুটিং বন্ধ করে দেয় বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। সূত্র জানায়, গাজীপুরের গ্রীন টেক রিসোর্টে যথারীতি শুটিং হচ্ছিলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ ছবির। হঠাত শুটিংস্থলে হাজির হয় চলচ্চিত্র ঐক্যজোটের কর্মীরা। এসময় তারা বিদেশি টেকনিশিয়ানদের ওয়ার্ক পারমিট দেখাতে বলে। কিন্তু তাদের কাছে সেটা না থাকায় দেখাতে পারেনি। এক পর্যায়ে নির্মাতা ওয়াজেদ আলী সুমনের সঙ্গে কথা কাটাকাটি হয় চলচ্চিত্র ঐক্যজোটের কর্মীদের। অবশেষে ক্ষুব্ধ হয়ে শুটিংস্পটে ভাংচুর চালিয়ে শুটিং বন্ধ করে দেয় তারা।

বাংলাদেশি টেকনিশিয়ান না নিয়ে শুধুমাত্র বিদেশি টেকনিশিয়ান দ্বারা শুটিং করা হচ্ছে বিধায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় চলচ্চিত্র ঐক্যজোট। এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নেতা শাহীন সুমন জানান, তারা আমাদের ওয়ার্ক পারমিট দেখাতে পারেনি। কাজের অনুমতি সংশ্লিষ্ট কাগজপত্র দেখানোর জন্য নির্মাতা আগামীকাল (৩০মার্চ) পর্যন্ত সময় নিয়েছে। দেখা যাক তিনি সেটা দেখাতে পারেন কি না। উল্লেখ্য, ‘মনে রেখো’ ছবিটি প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn