মিরপুরের ‘জঙ্গি আস্তানা’ থেকে ৭ খুলি উদ্ধার
রাজধানীর মিরপুরের মাজার রোডের ‘জঙ্গি আস্তানায়’ পুড়ে কয়লা হয়ে যাওয়া ৭টি মাথার খুলি ও বিভিন্ন অঙ্গ পাওয়া গেছে। কক্ষের মধ্যে এখনও ৫৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।বুধবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।এগুলো নারী না পুরুষের -তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ধারণা করা হচ্ছে- মাথার খুলিগুলো জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীর।র্যাব জানায়, সারোয়ার ও তামিমসহ বড় বড় জঙ্গিরা ওই বাড়িতে ঘুমাতো। ওই বাড়িটি ছিল জঙ্গিদের ট্রেনিং সেন্টার।আব্দুল্লাহ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় ও অর্থ দিয়ে সহযোগিতা করতো। তিনি জেএমবির সদস্য হন ২০০৫ সালে। ভবনের ৫ তলায় বিস্ফোরণের ফলে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে,কেমিক্যাল ৪ তলায় ছড়িয়ে পড়ে সেখানেও আগুন ধরে যায়।
গত সোমবার মধ্যরাতে মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার এক প্রবাসীর মালিকানাধীন ছয়তলা বাড়িটি ঘেরাও করে র্যাব। বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে র্যাব। পরে বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ‘কমল প্রভা’ নামের বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি ফ্ল্যাটের ৬৫ জন বাসিন্দাকে সোমবার রাতেই সরিয়ে নেয় র্যাব। জঙ্গি আস্তানাটি ঘিরে রাখার প্রায় ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাড়িটিতে পরপর তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর র্যাবের কর্মকর্তারা বলেন,বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।