মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকর মধ্যরাতে!
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানসহ তিন জনের ফাঁসি বুধবার মধ্যরাতেই কার্যকর হতে পারে। বুধবার কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। হান্নানের সহযোগী অপর আসামি দেলোয়ার হোসেন রিপন বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। ফাঁসি কার্যকরের প্রস্তুতি রয়েছে কারা কর্তৃপক্ষের। জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা। প্রস্তুত রাখা হয়েছে জল্লাদ ও ফাঁসির মঞ্চ। এখন শুধু সময়ের অপেক্ষা। বুধবার কতৃপক্ষের নির্দেশ আসার পর এখন ফাঁসির চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। এর আগে আদালতে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দি মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী রাষ্ট্রপতির কাছে করা প্রাণ ভিক্ষার আবেদন নাকচের কপি সোমবার কারাগারে পৌঁছায়। এদিকে রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার চিঠি মঙ্গলবার হাতে পাওয়ার পর সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শুরু হয়। এখন শুধু অপেক্ষা কতৃপক্ষের নির্দেশনার। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও বিপুল কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এবং অপর আসামি দেলোয়ার হোসেন রিপন সিলেট জেলা কারাগারে ফাঁসির সেলে বন্দি রয়েছেন।
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর তা প্রত্যাখ্যাত হলে কারাবিধি অনুসারে প্রথম দু’জনের কাশিমপুরে এবং অন্যজনের সিলেটে ফাঁসির দণ্ড কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে কারা সূত্র। ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
সিলেট কারাগারে জঙ্গি রিপনের ফাঁসি যে কোন সময়
দৈনিকসিলেটডটকম:বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হরকাতুল জিহাদের (হুজি) ক্যাডার দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি যে কোন সময় কার্যকর হতে পারে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ফাঁসি কার্যকরের চিঠি সিলেট কারাগারে পৌঁছার পর এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তোড়জোড় শুরু হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া মঙ্গলবার রাত ৯টায় জানান, মঙ্গলবার তার ফাঁসি হচ্ছে না। তবে, তার ফাসি কার্যকরে আর কোন আইনী বাধা নেই। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষেরও প্রস্তুতি রয়েছে।
এদিকে, সিলেট কেন্দ্রীয় কারাগারে সোমবার রিপনের বাবা আব্দুল ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী সাক্ষাত করেন। তারা প্রায় আধা ঘন্টা রিপনের সাথে কথা বলেন।
২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন রিপন। রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে কারা কর্তৃপক্ষ।