মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য আসছে নাইকির হিজাব
২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন লারি। জানান, অলিম্পিকের এই আসরেই হয়তো নাইকি প্রো হিজাব পড়ে অংশ নেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নাইকির হিজাবটি পড়ে ইতিমধ্যে ছবিও পোস্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতের এই নারী ক্রীড়াবিদ। নাইকির পক্ষ থেকে জানাও হয়েছে, নাইকি প্রো হিজাব টুপির মতো, খুব সহজে পরিধান করা যাবে। হালকা, স্থিতিস্থাপক কাপড় দিয়ে তৈরি এটি। ছোট ছোট ছিদ্র থাকায় সহজেই এর মধ্যে বাতাস প্রবেশ করবে এবং শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হবে না। এছাড়া এই হিজাবকে টেনে সম্প্রসারিত করা যাবে এবং ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থা ফিরে যাবে। তিনটি রং নিয়ে বাজারে আসছে এই নাইকি প্রো হিজাবটি। কালো, ধূসর ও অবসিডিয়ান এই তিন রঙে পাওয়া যাবে এটি। আগামী বছরের মধ্যে বিক্রির জন্য বাজারে চলে আসবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।