মুহিতের রেখে যাওয়া জায়গা থেকে কাজ শুরু করবেন অর্থমন্ত্রী
সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রেখে যাওয়া জায়গা থেকে কাজ শুরু করবেন নতুন মন্ত্রীসভার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন,‘মুহিত ভাই সৎ, যোগ্য ও দক্ষ মানুষ। মন্ত্রণালয় পরিচালনায় যখনই প্রয়োজন হবে আমি তার কাছে যাবো। তিনি বিদায় নেওয়ার আগে বলেছিলেন, আগামীতে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আসবেন তার জন্য একটি কর্মপরিকল্পনা রেখে যাবেন। আমি তার কর্মকাণ্ড অনুসরণ করবো। তার রেখে যাওয়া জায়গা থেকেই কাজ শুরু করবো।’
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কনফারেন্স কক্ষে ‘সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা ও নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে স্বাগতম’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অত্যন্ত ভালো মানুষ বলেও উল্লেখ করেন। সাবেক অর্থমন্ত্রী প্রসঙ্গে বর্তমান অর্থমন্ত্রী আরও বলেন, ‘মুহিত ভাই আমার প্রিয় মানুষ। তিনি সকলের প্রিয় মানুষ। সবার মন জয় করে নিয়েছেন। তিনি তার কাজ যেভাবে করার সেভাবে করেছেন। তিনি মাঝে মধ্যে অপ্রিয় সত্য কথা বলে ব্যাপক আলোচনায়ও এসেছেন।’ এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বক্তব্যে আগামী অর্থবছরের জন্য বাজেট কর্মপরিকল্পনায় অর্থ মন্ত্রণালয়ের পাশে থাকতে চেয়েছেন। তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে করদাতা এবং রাজস্ব আহরণ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। এজন্য বেশ কিছু পরামর্শও দেন তিনি।