মেসির জোড়া গোলে রিয়ালকে হারালো বার্সা
লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বার্সেলোনার। মেসি ম্যাজিকে রিয়ালকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে সে সম্ভাবনা টিকিয়ে রাখলো বার্সলোনা। এদিন জোড়া গোল করেছেন লিওনেল মেসি। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পায় রোনালদো। তবে শট নেওয়ার আগেই পড়ে গেলে গোলবঞ্চিত হয় রিয়াল। ম্যাচের ২১ মিনিটে রোনালদোর শট ধরে ফেলেন বার্সা গোলরক্ষক। তবে ২৮ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর গোলে লিড পায় রিয়াল। টনি ক্রসের নেওয়া কর্নার থেকে বল পেয়ে সামনে বাড়ান মার্সেলো। আর তা থেকে রামোসের শট পোস্টে ফিরলেও ফিরতি বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা।
খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। এর পাঁচ মিনিট পরই মেসির দুর্দান্ত গোলের সমতায় ফেরে বার্সা। রাকিটিচের বাড়ানো বলে কারভাহালকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন এই তারকা। খেলার ৭৩ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ইভান রাকিতিচ। ৭৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের রামোস। ১০ জন নিয়েও লড়াই চালিয়ে আসছিলে রিয়াল। ৮৫ মিনিট রিয়ালকে সমতায় ফেরান রুদ্রিগেজ। তবে খেলার একেবারে শেষ দিকে(৯২ মিনিটে ) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করেন মেসি।