বার্তা ডেস্ক :: তিন দিন আগে মোবাইলে মো. জুলহাস মোল্লার (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫)। ওই তরুণী ঘুরতে আসলে অপমান করে জুলহাসের পরিবারের লোকজন। এতে আত্মহত্যার চেষ্টা করেন জুলহাস। জানা গেছে, প্রেমিকাকে অপমানের জেরে পটুয়াখালীর দশমিনায় মো. জুলহাস মোল্লা (১৯) নামে ওই তরুণপ্রেমিক কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পরে তাকে উদ্ধার করে স্বজনরা দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো. জুলহাস মোল্লা ওই গ্রামের মো. মকবুল মোল্লার ছেলে।

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের মো. মকবুল মোল্লার ছেলে মো. জুলহাস মোল্লার সঙ্গে একই ইউনিয়নের নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫) তিন দিন আগে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন ওই প্রেমিকা মো. জুলহাস মোল্লার বাড়ি ঘুরতে যান। এতে জুলহাসদের বাড়ির লোকজনের সন্দেহ হলে ওই শিক্ষার্থীকে তারা অপমান করেন। প্রেমিকাকে অপমান করার জের ধরে মো. জুলহাস মোল্লা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। দশমিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা জানান, ওই যুবকের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, ঘটনার সত্যতা যাচাইপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।-যুগান্তর 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn