মোহনবাগানের বিপক্ষে খেলতে কলকাতায় আবাহনী
এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। রোববার বিকেলে কলকাতায় পৌঁছায় তারা। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ভারতের ঐতিহ্যবাহি দল মোহনবাগান। ‘ই’ গ্রুপের দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। মঙ্গলবার আবাহনী এবং মোহনবাগানের মধ্যকার ম্যাচটি দুই দলেরই জন্যই গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। আবাহনী ঘরের মাঠে ০-২ গোলে হারে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে। অন্যদিকে নিজ দেশের বেঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে হার মোহনবাগানের। তবে মঙ্গলবার ম্যাচে আবাহনী কতটা ভালো করতে পারবে সেটা নিয়ে সন্দিহান অনেকেই। লিগ শিরোপা জয়ী দলটিকে যে নতুন মৌসুমে ধরে রাখতে পারেনি তারা। দ্রাগ্রো মামিচের দলটি বরং একরকম ভাঙ্গাহাটই। দুই ক্লাব ছাপিয়ে ভারত-বাংলাদেশ ফুটবল উত্তেজনা ফেরাতে তাই আবাহনী বড় কিছু করতে পারে কিনা সেটি দেখারই হবে।
মোহানবাগানের বিপক্ষে আবাহনী দল
শহিদুল আলম সোহেল, সুলতান আহমেদ শাকিল, তিতুমীর চৌধুরী টিটু, ওয়ালি ফয়সাল, সামাদ ইউসুফ, নাসির উদ্দিন চৌধুরী, মামুন মিয়া, রায়হান হাসান, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, ইয়ামিন মুন্না, ইমন বাবু, সোহেল রানা, প্রানতোষ, শাহেদুল আলম শাহেদ, ইমতিয়াজ সুলতান জিতু, আতিকুর রহমান ফাহাদ, জোনাথন, এমেকা ডার্লিংটন, রুবেল মিয়া ও নাবীব নেওয়াজ জীবন।