মৌলভীবাজারে ঈদগাহের নিরাপত্তা দিলো ৪৫ হিন্দু তরুণ
মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠ নামাজরত মুসল্লিরা।
মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সোমবার উদযাপিত হয়। এদিন ঈদের নামাজের সময় মৌলভীবাজারে ঈদগাহের নিরাপত্তার দায়িত্বে ছিলো হিন্দু ধর্মাবলম্বী ৪৫ তরুণ। নামাজের সময় ঈদগাহের নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন এরা। মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে এই ৪৫ জনকে বাছাই করে ঈদগাহের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব প্রদান করা হয়। সোমবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঈদের জামাত চলাকালীন মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে তারা দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান- দু’টি গ্রুপে ভাগ করে ৪৫ জন হিন্দু তরুণ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। ঈদগাহের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করেন তারা। এই স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপের প্রধান পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু জানান- মৌলভীবাজারে দীর্ঘকাল ধরে হিন্দু-মুসলিম মিলে-মিশে বসবাস করছেন। এক ধর্মের উৎসবে অন্য ধর্মের লোকজন সবসময়ই সহযোগিতা করে থাকেন। দায়িত্ববোধ থেকেই আমরা এটা করছি। মৌলভীবাজারের ঈদগাহতে ভোর সাড়ে ৬টা, সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় মোট ৩টি জামাত অনুষ্ঠিত হয়।