মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিনসহ তেলবাহী ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ওই কমিটি আগামী ৭ দিনের ভেতর রিপোর্ট দেবে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলামের নেতৃত্বে এই কমিটিতে আছেন বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) সুলতান আলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ঢাকা) আবু হেনা, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রেজাউল করিম ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ওয়াগন) রেজাউল করিম। তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলাম এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে তবে নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায়  লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুলভ্যান এবং বিকেল সাড়ে পাঁচটার দিকে আখাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেনসহ রেলের প্রকৌশলী টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।  এদিকে ৭টি ওয়াগনের মধ্যে ৪টি ওয়াগনে প্রায় একলাখ ষাট হাজার জ্বালানি তেল রয়েছে। তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশে। এই তেল সংগ্রহ করতে ভিড় করছেন সাধারণ মানুষ। এ দূর্ঘটনায় কেউ হতাহত না হলেও একটি ছোট কালভার্ট ও প্রায় ২০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজে কত সময় লাগবে নির্দিষ্ট করে বলতে পারছেন না। তবে উদ্ধার তৎপরতা দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন রেলওয়ে বিভাগের কুলাউড়া অঞ্চলের সহকারী প্রকৌশলী ( লোকো) দুলাল চন্দ্র দাশ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, উৎসুক জনতার ভিড় সামলাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। বাংলাদেশ রেলওয়ে সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার কাজসহ ক্ষতিগ্রস্ত রেল লাইনের সংস্কার কাজ চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn