স্ত্রী হত্যার দায়ে বুধবার এক বাংলাদেশি যুবককে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মোহাম্মদ আনহার আলী। স্ত্রী নাজিয়া আলীর ওপর হামলার আগে ১০ ঘণ্টা তার বাসার আলমারির ভেতর লুকিয়ে ছিলেন বলে বিবিসি জানিয়েছে। ওল্ড বেইলি আদালতের শুনানিতে বলা হয়, আনহার আলী একজন ধর্মপ্রাণ মুসলিম এবং তার ২৫ বছর বয়সী স্ত্রী দুই মেয়েকে অধিকতর পশ্চিমা জীবনধারায় বড় করতে চাওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন। আনহার আলী বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার পরই নাজিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন। তবে একসময় সম্পর্ক ভেঙে যায় এবং নাজিয়ার ‘জ্বিন ছাড়ানো উচিত’ দাবি করে তাকে ছেড়ে চলে যান আনহার। ২০১৮ সালের অক্টোবরে নাজিয়া তার স্বামীকে বলেন যে, তাদের সম্পর্ক শেষ। এ ঘটনায় আনহার পরদিন ২১ অক্টোবর পূর্ব লন্ডনের বো এলাকায় স্ত্রীর বাসায় দুটি ছুরি, একটি ওড়না ও কিছু রশি নিয়ে আলমারিতে গিয়ে লুকান এবং বাচ্চারা ঘুমিয়ে পড়লে স্ত্রীর ওপর হামলা চালান। নাজিয়াকে মাথা ও পাঁজরে একাধিক আঘাত এবং শেষে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে আনহার আলী দুই বাচ্চার সাথে ঘুমিয়ে পড়েন এবং পরদিন সকালে পুলিশে ফোন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn