যুক্তরাজ্য বিএনপি নেতার নিখোঁজ ছেলের লাশ সনাক্ত
লন্ডন প্রতিনিধি:যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিনের স্কুল পড়–য়া ছেলে শাহরিয়ার আল মুজাহিদ উদ্দিন নিখোঁজের প্রায় দেড় মাস পর ডিএনএ টেস্টের মাধ্যমে তার লাশ সনাক্ত করেছে পুলিশ। জানাযায় ১৫ বছর বয়সী শাহরিয়ার গত ৩০ মার্চ বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পর আর ঘরে ফিরেনি। সে বেকটনের কিংন্সফোর্ড কমিউনিটি স্কুলের ছাত্র। ঐদিন সন্ধ্যা ৭টার দিকে ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছে তার স্কুল বেগ পায় পুলিশ । ধারণা করা হয়েছিল সে ব্রিজ থেকে টেমস নদীতে ঝাপ দিয়ে থাকতে পারে। এর ১৩দিন পর পুলিশ জানায় তারা নদীতে থেকে একটি লাশ উদ্ধার করেছে তবে সেটি শাহরিয়ারের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর বেশ কিছুদিন পর শাহরিয়ারের পিতা-মাতার সাথে ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ নিশ্চিত করে এটি শাহরিয়ারের লাশ।
পারিবারিক সূত্রে জানাগেছে আগামী দু’একদিনের মধ্যে শাহরিয়ারের নামাজের জানাযা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তাজ উদ্দিনের সাথে যোগাযোগের চেস্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। তবে তাদের নিকট আত্মীয় বিএনপি নেতা মো: আক্তার হোসেন এ খবর নিশ্চিত করেছেন, ওয়েস্ট মিনিস্টার পুলিশ ফাইনালী জানিয়েছে শাহরিয়ারের লাশ টেমস নদীর সাউথ ওয়ার্ক ব্রিজের কাছে নিখোঁজের বেশ কিছুদিন পর তারা পায়। পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে এটি তাজ উদ্দিনের ছেলের লাশ। আগামী কয়েকদিনের মধ্যে তার জানাযা হবে।
তিনি বলেন, শাহরিয়ার অসম্ভব মেধাবী স্টুডেন্ট ছিল। সে নম্র ও ভদ্র ও হিসেবে আত্মীয় স্বজন ও স্কুলের টিচারগন জানেন। তিনি বলেন, বিগত বেশ কয়েক মাস যাবত সে মানসিক রোগে ভোগছিল। স্কুলের টিচার এব্যাপারে তার পরিবারকে জানিয়েছিলেন। সে বিগত কয়েকমাস নিরিবিলি থাকতে পছন্দ করত। এনিয়ে তার পরিবার ডাক্তার এমনকি বিশিষ্ট আলেমদের শরনাপন্ন হয়েছিলেন।
সর্বশেষ শাহরিয়ারের করুন মৃত্যুতে তার পরিবার ভেঙ্গে পড়েছে। বিশেষ করে বর্তমান সময়ের জনপ্রিয় বিএনপি নেতা তাজ উদ্দিন ছেলের শোকে রাজনীতিসহ সবকিছু থেকে নিজেকে লোকিয়ে রেখেছেন।