বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক মাদ্রিতে লাঞ্ছিত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ২ মে মঙ্গলবার বিকালে মাদ্রিদের লাভাপিয়েসের স্থানীয় এক রেস্টুরেন্টে মাদ্রিদ বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্যের এক পর্যায়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেন। এসময় মতবিনিময় সভা স্থলে অদূরে অবস্থান করা আওয়ামী লীগের কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক সময় আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা দলীয় শ্লোগান দিয়ে আব্দুল মালেককে গালিগালাজ করে, ডিম ছুড়ে লাঞ্ছিত করে। মুহূর্তের মধ্যে সমাবেশ স্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মাদ্রিদ বিএনপি বিক্ষোভ মিছিল করে। এই ব্যাপারে স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছিলো এবং সেই মিথ্যাচারের ধারাবাহিকতায় মাদ্রিদেও বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার চেষ্টা করলে তার প্রতিবাদ স্বরূপ আমাদের কর্মীরা লাঞ্ছিত করেছে। এই ব্যাপারে বিএনপির একাধিক সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে চাইলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মাদ্রিদে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn