যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসামুক্ত ইউরোপ ভ্রমণ বাতিল হচ্ছে
লন্ডন : যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসামুক্ত ইউরোপ ভ্রমণ বাতিল হচ্ছে। এমন এক প্রস্তাবের ওপর ভোট দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। এ বিষয়ে পার্লামেন্টে ‘ডেলিগেটেড অ্যাক্ট’ নামে একটি বিল ভোটে দেয়া হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, পোল্যান্ড ও রোমানিয়ার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণ বিষয়ক একটি চুক্তিতে আসতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এর পাল্টা হিসেবে ইউরোপীয় পার্লামেন্ট ওই পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হয়। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশে স্বাভাবিক সফর করতে পারেন। কিন্তু তাদের দেশের ওই অবস্থানের কারণে এ ব্যবস্থা দু’মাসের ভিতর বাতিল করার আহ্বান জানানো হয়েছে ইউরোপীয়ান পার্লামেন্টে। এর অর্থ হলো, এ নিয়ম কার্যকর হলেই মার্কিনিরা ইউরোপে বর্তমানের সুবিধা পাবেন না। তিন বছর আগে ইউরোপীয়ান কমিশন দেখতে পেয়েছে যে, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে পারস্পরিক চুক্তির বাধ্যবাধকতা অনুসরণ করছে না। তবে এ বিষয়ে কোনো আইনী পদক্ষেপ নেয়া হয় নি। ফলে সর্বশেষ যে ভোট হলো তা প্রস্তুত করে সিভিল লিবার্টিজ কমিটি। এটা অনুমোদন করে পার্লামেন্টের প্লিনারি কমিটি। এর ফলে ইউরোপীয়ান কমিশন দু’মাস সময় পেল। এ সময়ের মধ্যে তারা বিষয়টি কার্যে পরিণত করার জন্য ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিসে পাঠাবে। একই রকম বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রুনেই, জাপান ও কানাডা। তারা হয়তো ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভ্রমণ বিষয়ক ভিসার ক্ষেত্রে বিধিনিষেধ প্রত্যাহার করেছে না হয় শিগগিরই করবে।