পারিবারিক পৃষ্ঠপোষকতায় অভিবাসী হওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের নির্ভরশীলরা কিছু কিছু ক্ষেত্রে যাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিনকার্ড পেতে পারেন, সেই বিধান সংবলিত একটি বিল হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হতে পারে। এজন্য সংশ্লিষ্টদের মাথাপিছু ফি’র পরিমাণ ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিলটির প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয়েছে। বিলটি যদি পাস হয়, তাহলে লাখ লাখ অবৈধ ইমিগ্রান্ট এ প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবে।
বিলে গ্রিনকার্ড পাওয়ার জন্য চারটি শ্রেণির অভিবাসীরা প্রাধান্য পাবেন। তারা হচ্ছেন- যারা শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছেন, যারা ২০১০ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অত্যাবশ্যকীয় কর্মী হিসেবে কাজ করেছেন, যারা ২০১৭ সালের জানুয়ারিতে টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসে ছিলেন এবং যারা ২০২১ সালের ২০ জানুয়ারি ডেফার্ড এনফোর্সড ডেপারচারের আওতায় ছিলেন।
সংবাদ টি পড়া হয়েছে :
১০৩ বার