যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড জালিয়াতি : প্রবাসী সঙ্গীতশিল্পী শম্পা জামান আটক
প্রবাস ডেস্ক:বাংলাদেশি প্রবাসী জনপ্রিয় সঙ্গীতশিল্পী শম্পা জামান সহ ৩০ জনের বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে ৷ নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নির সূত্র ধরে , বিভিন্ন সময়ে ভারতীয় ,পাকিস্তানি, বাংলাদেশি এবং গায়নিজ অভিবাসীদের একটি চক্র এসব ক্রেডিট কার্ড জালিয়াতি করে আসছে ৷ প্রবাসী সঙ্গীতশিল্পী শম্পা জামানকে (৪৬) ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে ৷ যুক্তরাষ্ট্রে বসবাসরত এসব চক্র দোকান থেকে অন্যদের ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিসপত্র কিনতেন ৷ ডিস্ট্রিক্ট এটর্নি রিচার্ড ব্রাউনের বলেন, ক্রেডিট কার্ড জালিয়াতির প্রধান হোতা মোহাম্মদ রানা (৪০) জ্যামাইকা , ইন্দ্রজিৎ সিং (২৪) ৷ ব্রাউন আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন সময়ে এক হাজারেরও বেশি ভারতীয় ,পাকিস্তানি, বাংলাদেশি এই ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার ৷ ২০১৫ সাল থেকে এপর্যন্ত ৪ মিলিয়ন ডলার ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেয় এই চক্রটি ৷
ক্রেডিট কার্ড জালিয়াতি অভিযুক্তদের তালিকা :-
জ্যামাইকা বসবাসরত বিল্লা সিং, কামালজত সিং( ২৪ ) সিঙ্গারা সিং (২৮), তাজিনদের সিং( ২৫), রণজিৎ সিং(৩০) তানভীর সিং (২৫) মহসিন খান (৫৯) ,হিলডা কুয়াডর্স(২৯) এবং জাভেদ মালিক (৬০)৷ রিচমন্ড হিল বসবাসরত বালওয়ানদের সিং (৩৬) প্রদীপ সিং, (৪৬) ক্যাপ্টেন সিং (২০) এবং ভ্যারিনদের সিং (২৭ )৷ এস্টোরিয়া বসবাসরত সুখজেন্ডার সিং(৩২) এবং স্যালমন কাস্তিলো মিরান্ডা (২৬)৷ ভ্যালি স্ট্রিম বসবাসরত মুহাম্মদ ইকবাল (৩০)৷ কুইন্স করোনা বসবাসরত আলেজান্দ্রো গায়োসো( ৪৬) এবং অন্যজন নাম না জানা পোচ ৷ ব্রিয়ারউড বসবাসরত -মোহাম্মদ হাসান (৫২) এবং গৌরব চাবরা (৩৩)৷ এলমহার্স্ট বসবাসরত আঙ্কিত চাধা (২৯) নিউ হাইড পার্ক বসবাসরত -আদেল নাবিল(৫১),জেমি রিওস(৫২) – (৭৮ এভিনিউ /২৭০স্ট্রিট) গ্লিন ওকস বসবাসরত- গুরবচ্চন সিং (৫৫) অন্য অভিযুক্ত ভিন্নি মাকসুদপুরী ( কুইন্স ) মিশিগানে আটক যাকে নিউইয়র্কের কুইন্সে প্রেরণ করা হবে ৷