যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান
ওয়াশিংটন: ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। শুক্রবার দেশটির শ্রম দপ্তর একথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হচ্ছে। যদিও তার নির্বাচনী অঙ্গীকারের অনেকগুলোই এখনো পূরণ হয়নি।নির্বাচনী প্রচারণাকালে তার অন্যতম অঙ্গীকার ছিল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানো। এর আগে জানুয়ারি মাসেও নতুন ২ লাখ ৩৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। গত মাসে নতুন ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। কারখানা, স্বাস্থ্যসেবা খাত, খনি ও নির্মাণ খাতে নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে। বিশ্লেষকরা ফেব্রুয়ারি মাসে যে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে অনুমান করেছিলেন এই সংখ্যা তার চেয়েও বেশি।