বার্তা ডেস্ক :: বৃহস্পতিবার ভোর ৫টা। হঠাৎই ফোন আসে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের মুঠোফোনে। খবর আসে ময়মনসিংহের তারাকান্দার একটি রাইস মিলে অবস্থান করছেন সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভ। পুলিশ সুপার নিজেই জেলা গোয়েন্দা পুলিশ নিয়ে ছুটে যান তারাকান্দা উপজেলায়। সেখানকার বটতলা এলাকার জামিল অটো রাইস মিলের ভেতরে সন্ধান মেলে সৌরভের। তখন সকাল ৫.৪০ মিনিট। এরপরই পুলিশ সুপারের গাড়িতে করেই ময়মনসিংহ নগরীর নিজ বাসভবনে সৌরভকে নিয়ে আসেন এসপি। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশের একাধিক সূত্র বিষয়গুলো নিশ্চিত করেছে। সূত্র জানায়, সৌরভ নিজে হেঁটেই রাইস মিলের ভেতরে যান। পরে সেখানে অবস্থানরদের নিজের পরিচয় দেন। পরেই এসপিকে মুঠোফোনে বিষয়টি জানান স্থানীয়রা। সূত্র আরো জানায়, সৌরভকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি কথা বলতে পারছেন। ইতিমধ্যে পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন।  সৌজন্যে :বিডি প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn