রক্ষা পেলেন মহিলা আ.লীগের নেতৃবৃন্দ
অল্পের জন্য নৌকা ডুবি থেকে রক্ষা পেয়েছেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বুধবার টাঙ্গুয়া হাওর ভ্রমণ শেষে ফেরার পথে বিকাল ৬টায় তাহিরপুর থানা ঘাটে ভিড়ানোর সময় অঙ্গন পরিবহন নৌকাটি পানির নীচে ডুবে যায়। নেতৃবৃন্দের চিৎকারে থানার ঘাটে থাকা লোকজন তাদের অক্ষত অবস্থার উদ্ধার করেন। নেতৃবৃন্দের মোবাইল ফোন পানিতে ভিজে যায়। ভ্রমণকারী নৌকাতে ছিলেন, মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন, মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা, কামরুন্নেছা মান্নান, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, শেখ আনার কলি, সুরাইয়া বেগম ইভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হোসাইন, সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সীমা করিম,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড.শামসুন্নাহার শাহানা রব্বানী,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ফৌজিআরা শাম্মী। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাটে নৌকা ডুবার কারণে কোন ক্ষয়ক্ষতি হয়নি।