৩৩ জন মাকে মা দিবসে রত্নগর্ভা সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস লিমিটেড। রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে এই সম্মাননা তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গেলো ১৪ বছর ধরে রত্নগর্ভা মা’দের সম্মাননা জানিয়ে আসছে আজাদ প্রোডাক্টস। সফলতার স্বীকৃতি হিসেবে ৮ জন মাকে ও সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন মাকে এ সম্মাননা দেয়া হয়। এছাড়া ১ জন বাবাকেও সম্মাননা তুলে দেয়া হয়। সংস্কৃতি মন্ত্রী বলেন, সন্তানদের সঠিকভাবে লালন-পালনে মায়ের ভূমিকা বেশি। বাবারা ব্যস্ততার কারণে সন্তানকে সময় দিতে পারেন না। কিন্তু মায়েরা শত ব্যস্ততার মাঝে সন্তানকে সময় দেন। মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ ও মাদকের ছোবল থেকে বাঁচাতে পড়ালেখার পাশাপাশি সন্তানদের সৃজনশীল, বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতি চর্চায় মনোযোগী হতে হবে। বর্তমান মায়েরা সন্তানকে শুধু পড়তে বলেন কিন্তু আমি বলবো পড়ালেখার পাশাপাশি সন্তানকে মানুষ হিসেব গড়ে তুলতে হবে। আরো বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক আইজিপি ড. এম এনামূল হক, সাবেক বিচারপ্রতি সিদিক্কুর রহমান, সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ অনামিকা হক লিলি, আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn