রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক রুনুর নেতৃত্বে ভিসিকে দেওয়া স্মারকলিপিতে ২৪ দফা দাবি জানানো হয়। যার মধ্যে প্রকৌশলীর মাথা ফাটানো এবং শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার চার নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানায় ছাত্রলীগ। ভিসি ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করে তা পূরণে আশ্বস্ত করেছেন বলেন জানান রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

স্মারকলিপিতে উল্লেখিত অন্য দাবিসমূহু- এএইচএম কামারুজ্জামান, শেখ হাসিনা ও শেখ রাসেলের নামে আবাসিক হল নির্মাণ, বুদ্ধিজীবী স্মৃতি ফলক সংস্কার, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিফলক নির্মাণ, সব বিভাগ ও হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো, শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী ফারুকের নামে স্মৃতিফলক নির্মাণ, যৌন নিপীড়ন নিরোধ সেল শক্তিশালী করা, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, রাস্তা সংস্কার, চিকিৎসা কেন্দ্রে সেবার মান বাড়ানো, বৃক্ষরোপণ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, গ্রন্থাগার শীততাপ নিয়ন্ত্রিত করা, হলের ডাইনিং-ক্যান্টিনে খাবারের মান বাড়ানো, গোটা ক্যাম্পাসে ওয়াইফাই চালু, সান্ধ্য আইন বাতিল, দশম সমাবর্তন আয়োজন ও ক্যাম্পাসে আইটি পার্ক স্থাপন। জানতে চাইলে ভিসি অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান পূর্বপশ্চিমকে বলেন, ‘তারা যে স্মারকলিপি দিয়েছে, তাতে অনেকগুলো দাবির কথা উল্লেখ আছে। যা তাৎক্ষণিক পূরণ করে ফেলা সম্ভব নয়। প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে যৌক্তিক দাবিগুলোর বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn