রাশিয়ান কর্মকর্তার হুমকি: পৃথিবী থেকে মুছে যাবে বৃটেন
মাত্র একটি হামলায় পৃথিবীর বুক থেকে মুছে যাবে বৃটেন। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক ফেডারেশন কাউন্সিলস কমিটির উপ প্রধান ফ্রান্টস ক্লিনটসেভিচ। তিনি বলেছেন, যদি স্বত্বঃপ্রণোদিত হয়ে একটি পারমাণবিক হামলা চালানোর সাহস দেখায় তাহলে মাত্র একটি হামলায় পৃথিবীর বুক থেকে মুছে যাবে বৃটেন। এটি এত ছোট একটি এলাকা যা নির্মূল করে দিতে একটি মাত্র পারমাণবিক হামলাই যথেষ্ট। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য এক্সপ্রেস। এতে বলা হয়, বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালনের করা মন্তব্যের জবাবে তিনি ওই মন্তব্য করেছেন। রিপোর্টে বলা হয়েছে, বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলন বলেছেন, যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে একটি দেশের বিরুদ্ধে স্বত্বঃপ্রণোদিত হামলা চালানোর বিষয়টি বিবেচনা করবে বৃটেন। বিবিসিকে তিনি বলেছে, খুব কঠিন সময়ের বিষয়ে আমরা খুব পরিষ্কার। তা হলো প্রথম হামলায় পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। এ নিয়ে বিরোধী লেবার দল নেতা জেরেমি করবিনের সঙ্গে তার মতভেদ আছে। করবিন এর আগে বলেছিলেন, তিনি হামলা চালাতে পারমাণবিক অস্ত্রের বোতাম চাপবেন না। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী ফ্যালনের বক্তব্যে খোঁচা লেখেছে ফ্রান্টস ক্লিনটসেভিচের। তিনি এর জবাব দিয়েছেন ফেসবুকে। তিনি এতে বলেছেন, বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন যে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে আমি মোটেও ভীত নই। তার এই বিবৃতিকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের উপাদান হিসেবে দেখা যেতে পারে। এক্ষেত্রে একটি খুব স্বাভাবিক প্রশ্ন আছে। তাহলো, বৃটেন স্বত্বঃপ্রণোদিত হয়ে কোন দেশকে টার্গেট করবে? কিন্তু তার জবাবে যদি একটি হামলা চালানো হয় তাহলে আক্ষরিক অর্থে তারা পৃথিবীর বুক থেকে মুছে যাবে।