রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ১ এপ্রিল শনিবার বিকেলে ভারতের সেনাপ্রধান বঙ্গভবনে যান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে তিন দিনের সফরে শুক্রবার বাংলাদেশে পৌঁছান ভারতের সেনাপ্রধান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম প্রতিবেশি রাষ্ট্র। দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি সেসময় মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সেনাবাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।’  প্রেস সচিব বলেন, ‘সাক্ষাতের সময় ভারতীয় সেনা প্রধান বলেন, ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।’

ভারতীয় সেনাপ্রধান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময় আরও বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে, আরও বৃদ্ধি পাবে। সে সময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতীয় সেনাপ্রধানের স্ত্রী মাধুলিকা রাওয়াত, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেএস নন্দা, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হামিদ .

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর