সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি (এসআরইউ) এর অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য দ্বিবার্ষিক নির্বাচনে মোট ৪৫ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র একক প্রার্থী এবং লতিফুর রহমান রাজু ও আশিকুর রহমান আশিক প্যানেলের সমর্থিত প্রার্থী হিসেবে আমাকে সর্বোচ্চ ২৫ ভোটে সংগঠনের সহ-সভাপতি পদে নির্বাচিত করায় সংগঠনের সকল বিজয়ী,পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারন ভোটারসহ সংগঠনের সকল সম্মানিত সদস্যবৃন্দকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

রোববার রাতে নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সহ-সভাপতি ডেইলি আওয়ার টাইম ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আল-হেলাল এক কৃতজ্ঞতা ও অভিনন্দন বার্তায় এ অভিমত ব্যক্ত করেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি (এসআরইউ) প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও ইউনিটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার আল-হেলাল বলেন, নিছক প্রেম ভালবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, বিশ্বাস, আন্তরিকতা, সততা, কর্তব্যনিষ্টা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে আমাকে যারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমি তাদেরকে আবারও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ,সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক আল-হেলাল,তার সাথে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি অভিনন্দন এবং যারা পরাজিত হয়েছেন তাদের প্রতি তার গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাকে যারা সদুপদেশ,ভালবাসা ও সহযোগীতা দিয়ে নানাভাবে সাহায্য সহায়তা করেছেন তাদের প্রতিও আমি আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি এই বিজয়কে ভবিষ্যতে মহান মুক্তিযুদ্ধের চেতনায়,সুনামগঞ্জের প্রকৃত সাংবাদিকতায় গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠায় মাইলফলক হিসেবে কাজে লাগাতে পারবো।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn