রেললাইনে সেলফি, প্রাণ গেল বাবাসহ ২ মেয়ের
নরসিংদীর আমিরগঞ্জে রেলস্টেশনের আমিরগঞ্জ ব্রিজের পাশে ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। সোমবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিরগঞ্জ রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে। সোমবার নিহতরা হলেন- সদর বিলাসদী এলাকার হারিছ মোল্লার ভাড়াটিয়া হাফিজ মিয়া (৪০), তার দুই মেয়ে তারিন (১৩) ও তুলি (২)। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে আমিরগঞ্জ রেলব্রিজ সংলগ্নে দুই মেয়েকে ঘুরতে যান হাফিজ। তিনি ব্রিজের উপরে গিয়ে মেয়েদের সঙ্গে নিয়ে সেলফি তুলতে থাকেন। এ সময় নদীতে ইঞ্জিনচালিত নৌকায় সাউন্ডবক্স বাজিয়ে ঈদ আনন্দ করছিলেন একদল তরুণ। সেদিকে তাদের মনোযোগ চলে যায়। এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী উপকূল এক্সপেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। ট্রেনটি হর্ন দিলেও তারা সময় মতো রেলব্রিজটি অতিক্রম করতে ব্যর্থ হন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় দুই মেয়েকে নিয়ে ছিটকে পড়েন হাফিজ মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নরসিংদী রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সায়েম চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। পরে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।