রোহিঙ্গা মুসলমানেরা জঙ্গি নয়:মমতা
এবার রোহিঙ্গা মুসলমান ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দেওয়ার পক্ষেও সায় দিলেন মুখ্যমন্ত্রী।সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মুখ্যমন্ত্রী স্পষ্টই জানালেন, সব রোহিঙ্গা মুসলমানকে জঙ্গি ভাবা ঠিক নয়। নির্দিষ্ট কারও সঙ্গে যদি জঙ্গি কার্যকলাপের যোগ থাকে, তাহলে তাহলে সে ব্যাপারে কেন্দ্র পদক্ষেপ গ্রহণ করুক। কিন্তু কিছু মানুষের জন্য সবাইকে দোষী ভাবাটা মোটেই সুবিচার নয়।সাংবাদিক বৈঠকে মমতার বক্তব্যকে অনেকেই কেন্দ্র বিরোধী বলেই মনে করছেন। এর আগে কেন্দ্র স্পষ্টই জানিয়েছিল পাকিস্তান ও আইএস জঙ্গিদের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগের প্রমাণ রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। সুপ্রিম কোর্টে বিষয়টি হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, মিয়ানমার সীমান্ত দিয়ে ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ভারতে ঢুকে পড়েছে। হায়দরাবাদ, দিল্লি, জম্মু ও কাশ্মীরে জঙ্গি নাশকতামূলক কাজকর্মে রোহিঙ্গা যোগের প্রমাণও রয়েছে মোদি সরকারের হাতে। তাই ভারতে কোনও রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি নয় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, তার মানে এই নয় যে কোনও রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হবে না সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে।’