রোনালদোকে পেছনে ফেলছেন মেসি
স্প্যানিশ লা লিগায় চার ম্যাচ বাকি রয়েছে লিওনেল মেসির বার্সেলোনার। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ খেলবে পাঁচ ম্যাচ। শিরোপা কে জিতবে সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে সম্ভবত মৌসুমের শেষ রাউন্ড পর্যন্ত। তবে একটা ব্যাপার ইতোমধ্যেই পরিষ্কার হয়ে গেছে, স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবার মেসির হাতেই উঠছে। মৌসুমের শেষ প্রান্তে এসে মেসির চেয়ে ১৪ গোল পিছিয়ে রয়েছেন রোনালদো। বাকি ম্যাচগুলোকে সেই পার্থক্য ঘুচিয়ে ফেলা সম্ভব নয় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে সিআর সেভেনকে পিচিচির লড়াইয়ে পেছনে ফেলে দিচ্ছেন মেসি। মেসি ও রোনালদো তিনবার করে পিচিচি জিতে আপাতত সমান্তরালে রয়েছেন। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ তারকার চেয়ে এগিয়ে যাচ্ছেন কিং লিও। হুগো সানচেজ, কুইনি এবং ডি স্টেফানোর চেয়ে এক কদম পিছিয়ে রয়েছেন মেসি। এই তিনজনই পাঁচবার করে পিচিচি জিতেছেন। অন্যদিকে সর্বোচ্চ ৬ বার পিচিচি অ্যাওয়ার্ড জিতে সবার ওপরে রয়েছেন তেলমো জারা। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এমন ‘গোলখরায়’ ভুগেননি রোনালদো। ২০১২ সালে স্প্যানিশ লা লিগায় নিজের সর্বনিম্ন ২৬ গোল করেন সিআর সেভেন। বাকি পাঁচ ম্যাচে সাত গোল করতে না পারলে স্প্যানিশ লিগে নিজের সবচেয়ে বাজে মৌসুমই শেষ হবে রোনালদোর।
তবে মেসি পিচিচি জয় করেন তবে আরেকটি দিক থেকে রোনালদোকে স্পর্শ করতে পারবেন। ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কোর গোল্ডেন শ্যু চারবার জেতেন রোনালদো। সবকিছু ঠিকঠাক থাকলে মৌসুম শেষে চতুর্থ অ্যাওয়ার্ড হাতে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীকে স্পর্শ করবেন কিং লিও। লা লিগায় ৩৩ গোল করে ৬৬ পয়েন্ট নিয়ে গোল্ডেন শ্যুর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মেসি। বাস জাস্ট ৫৬ এবং পিয়েরে-এমেরিক আবামেয়াং ৫৪ পয়েন্ট নিয়ে মেসির চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে দুর্বার পারফরম্যান্স উপহার দিয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পাঁচ গোল করেন রোনালদো। তারপরও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের আসরে গোলসংখ্যায় এখনো মেসির চেয়ে চার গোল পিছিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। সবকিছু মিলিয়ে দারুণ মৌসুম শেষ করার পথেই রয়েছেন লিওনেল মেসি। পিচিচি, ইউরোপিয়ান গোল্ডেন শ্যু এবং চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই মৌসুম শেষ করতে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনা বিদায় নেয়ায় স্প্যানিশ লা লিগা জিততে পারলে মেসির মুখের হাসি আরো চওড়া হবে।