রোববার থেকে রাজধানীতে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান

রাজধানী ঢাকায় আগামীকাল রোববার থেকে ২০ বছরের অধিক পুরানো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করবেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান শুরু করবে। ৫ মার্চ সকাল ১০টায় ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগর ভবনের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

গত ১৫ ফেব্রুয়ারি নগরভবনে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ডিএসসিসি মেয়র এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় মেয়র সাঈদ খোকন জানান, ২০ বছরের বেশি সময় ধরে চলাচলকারী বাস রাজধানীতে চলতে দেওয়া হবে না। আইন অনুযায়ী গাড়ি চালকদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ। এবারের অভিযানে চালকের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে। যাদের এ যোগ্যতা থাকবে না তাদের রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না। এছাড়া সড়কের যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না, যারা সড়কে গাড়ি রাখবেন তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

সুখবর মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের জন্য

সুখবর মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের জন্য