ক্রমেই লন্ডনের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। গত এক মাসে লন্ডনের বিভিন্ন বারাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১২ জন। ছুরিকাঘাতে হত্যার পর এবার এক মহিলাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে গুলি করে। শুক্রবার রাতে নর্থ-ওয়েষ্ট লন্ডনে এই ঘটনা ঘটে। পুলিশ ধারনা করছে হামলাকারীচক্র বাইসাইকেলে করে এই হত্যাকান্ডটি করে। নিহত মহিলার বয়স ২০ বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি নর্থ-ওয়েস্ট লন্ডনের কিলর্বান এর মালবার্ন রোড়ে সংঘটিত হয়েছে।

এদিকে পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভ্যালেন্স রোড়ে শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়েছেন আরেক মহিলা। তবে তিনি এখনো জীবিত না মৃত তা নিশ্চিত হওয়া যায়নি। ভ্যালেন্স রোড়ের পাশ্ববর্তী এক বাসিন্দা জানিয়েছেন তিনি রাতে কাঁচ ভাঙ্গার বিকট শব্দ শুনতে পেয়েছেন। আরেকজন বলেছেন, এক মহিলাকে ডাকাতি করার চেস্টা করা হলে তাকে মদের বোতল দিয়ে আঘাত করা হয়। এই ঘটনার পর থেকে ভ্যালেন্স রোড় সকাল থেকে বন্ধ করে রেখেছে পুলিশ। উভয় ঘটনায় পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn