লিটন-শান্তর পর রকিবুল ঝড়
তামিম ইকবালের অবর্তমানে অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে রকিবুল হাসানের কাঁধে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে পেয়ে এই ম্যাচেই যেন আসল নেতা হয়ে উঠলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। মাত্র ৬২ বলে সেঞ্চুরি তুলে নেয়ার পরও থামেনি তার ব্যাট। এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন রকিবুল। ১২০ বলে ১৪ চার ও আট ছয়ে ১৬১ রানে ব্যাট করছেন লিস্ট ‘এ’ ফরম্যাটে পঞ্চম সেঞ্চুরি তুলে নেয়া রকিবুল। তবে এখনো জয় তুলে আনা তার জন্য অনেক কঠিন কাজ। কারণ ৪৬.২ ওভারে সাত উইকেট ৩০৮ রান তোলা মোহামেডানের এখনো দরকার ৬৯ রান। হাতে মাত্র ২২ বল। যে রণমূর্তি ধারণ করে রকিবুল খেলছেন সেটা শেষপর্যন্ত থাকলে হয়তো মোহামেডানের মুখেও শেষ হাসি উঠতে পারে।
যদিও রকিবুল তার সেরা ইনিংসটা ইতিমধ্যেই খেলে ফেলেছেন। লিস্ট ‘এ’ ফরম্যাটে রকিবুলের এটাই ক্যারিয়ার সেরা ইনিংস। এরআগে এই ফরম্যাটে তার সেরা ইনিংস ছিলো ১৩৩ রানের। আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের হয়ে নয় টেস্ট, ৫৫ ওয়ানডে ও ছয় টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শুধু নিজেকেই ছাড়াননি রকিবুল। ছাড়িয়ে গেছেন প্রিমিয়ার লিগ খেলাে যে কোনো ব্যাটসম্যানকে। তার খেলা ১৬১ রানের ইনিংসটি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরআগে তামিম ইকবালের করা ১৫৬ রান ছিলো প্রিমিয়ার লিগের সেরা ব্যক্তিগত ইনিংস।