বার্তা ডেস্ক :: লেবাননের একটি জেল থেকে ৬০ জনের বেশি বন্দি পালিয়ে গেছেন। এরমধ্যে নিরাপত্তা রক্ষীদের ধাওয়ায় পাঁচ বন্দির মৃত্যু হয়েছে। ধাওয়া খেয়ে বেপরোয়া গাড়ি চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। এনএনএ জানিয়েছে, শনিবার ভোরে বাবদা জেলা কারাগারের সামনের ঘরের দরজা ভেঙে তারা পালিয়ে যান। নিরাপত্তা বাহিনী সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্রায় ৬৯ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন। এরমধ্যে আটজনকে ধরা সম্ভব হয়েছে। সেই আটজন জানিয়েছেন, তাদের একটি গাড়ি গাছের সঙ্গে ধাক্কা লেগেছে এবং এতে পাঁচজন বন্দি মারা গেছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে এনএনও। এর আগে গত এপ্রিলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, লেবাননের কারাগারে অতিরিক্ত বন্দি আছে। তাদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে বন্দিদের পরিবারের মধ্যেও অসন্তোষ। শেষে তারা এর বিরুদ্ধে বিক্ষোভও করেছে। সুত্র : এনএনও, রয়টার্স
সংবাদ টি পড়া হয়েছে :
৬৩ বার