শাকিবের ওপর হামলার সাহস তারা কোথায় পায় : অপু
তিনি লেখেন, ‘শাকিব খান এমন একজন সুপারস্টার যে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে। ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাদের কিনার থেকে। তার উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে। শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে? অথবা শাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব?’
‘রাজনীতি’ নায়িকা আরো লেখেন, ‘মধ্যরাতে শাকিব খানের ওপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পেছনে ইন্ধন যোগায় কারা? একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই।’
শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেলকে সমর্থন দেন শাকিব। শুক্রবার মধ্যরাতে তিনি ভোট গণনা কক্ষে হাজির হলে অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযোগ উঠে, নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছিলেন এ নায়ক। তবে শাকিব জানান, সমিতির বর্তমান সভাপতি হিসেবে দেখতে গিয়েছিলেন ভোট গণনায় দেরি হচ্ছে কেন। উল্লেখ্য, এ নির্বাচনে সভাপতি হয়েছেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।