যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘যুদ্ধের কারবারি’ অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে, তিনি ‘শান্তিকে গলা টিপে মারছেন’। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোদোং সিনমুন পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্প সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ১০ দিনের সামরিক মহড়া শুরুর এক দিন আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ মন্তব্য এল। এদিকে এই যৌথ মহড়ার আগ দিয়ে যুক্তরাষ্ট্রে আবারও হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কয়েক দিন আগে দক্ষিণ কোরিয়ার সামরিক নথি হ্যাক করে উত্তর কোরিয়া বলেছে, তাদের নেতা কিং জং-উনকে হত্যা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। রোদোং সিনমুন-এ প্রকাশিত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর নিবন্ধটিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে অস্ত্র বিক্রি করছে, যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারকদের ব্যবসা আরও রমরমা করা। এর মধ্যে কোরীয় উপত্যকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার এক সপ্তাহ পর সেপ্টেম্বরে ট্রাম্প বলেন, তিনি মিত্রদের আরও মার্কিন অস্ত্র সরবরাহ করবেন। ৫ সেপ্টেম্বর টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে অত্যন্ত উন্নত সামরিক সরঞ্জাম জাপান ও দক্ষিণ কোরিয়াকে কেনার সুযোগ দেব।’স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রস্তুত অস্ত্রের চতুর্থ বৃহৎ আমদানিকারক ছিল দক্ষিণ কোরিয়া। কেসিএনএর নিবন্ধে বলা হয়, ‘ট্রাম্প জাতিসংঘে দাঁড়িয়ে আমাদের দেশ ও জনগণকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় ক্রমাগত পারমাণবিক কৌশলগত অস্ত্রসম্ভার বাড়াচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি কোরীয় উপত্যকাকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলছেন।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn