কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছাদেকা বেগমের বিরুদ্ধে দূর্নীতি অর্থ আত্মসাৎ ও অসদাচরণ সহ নানা অনিয়মের অভিযোগ আপোষে নিষ্পত্তি হয়েছে। রোববার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে আক্তাপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছাদেকা বেগম, সহকারী শিক্ষক উসমান গনি সহ গ্রামের মুরব্বিয়ান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপনের পর প্রধান শিক্ষিকার উপর আনিত অভিযোগটি আপোষে নিষ্পত্তি করে দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, আক্তাপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি দিলোয়ার হোসেন, সাবেক সভাপতি হারুন রশীদ, গন্যমান্য ব্যাক্তি আব্দুল মালিক, আতিকুল ইসলাম, আইন উদ্দিন, সুলতান আবেদীন, মুশাহিদ মিয়া, মানিক মিয়া, কামরূপদলং ইয়াকুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক রনজিত কুমার দাস, রাজীব রায়, বাদল চন্দ্র দাস, রনধীর দাস, সঞ্জয় কুমার তালুকদার, বেনু রঞ্জন মজুমদার, সাহানুর মিয়া, আনোয়ার হোসেন, জাকির হোসেন, মিনারা বেগম, সিতারা বেগম প্রমুখ।
উল্লেখ্য যে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছাদেকা বেগমের বিরুদ্ধে দূর্নীতি অর্থ আত্মসাৎ ও অসদাচরণ সহ নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে বিগত ১০ আগষ্ট ২০২১ ইং উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে অজুদ মিয়া সহ ১ শত ৫ জনের স্বাক্ষরিত অভিযোগ শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর, ১১ আগষ্ট ২০২১ ইং তারিখে পরিকল্পনা মন্ত্রী বরাবর এবং ২৪ আগষ্ট ২০২১ ইং তারিখে ডাকযোগে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দূর্নীতি দমন কমিশন অফিস সিলেট বরাবর অভিযোগ দায়ের করা হয়েছিল।
সংবাদ টি পড়া হয়েছে :
১৩৮ বার